ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ

টাইয়ে হলো কন্যাদের সিরিজ ভাগ

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৩, ২০২৩, ০১:৪৯ এএম

টাইয়ে হলো কন্যাদের সিরিজ ভাগ

সংগৃহীত ছবি

তিন ম্যাচের সিরিজে একটি করে জিতেছে বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচটিও শেষ হলো দারুণ উত্তেজনায়। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টাই হওয়ায় সিরিজও শেষ হলো সমতায়। এই ম্যাচের বড় প্রাপ্তি ফারজানা হক পিংকির সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২২৫ রান।

শনিবার (২২ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ফারজানার ১০৭ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ।

এই চ্যালেঞ্জিং রান বাংলাদেশের মেয়েদের ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ার স্বপ্ন দেখায়। লাল-সবুজের প্রতিনিধিদের সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান ভারতের দুই ব্যাটার স্মৃতি মান্ধানা ও হারলিন দেল।

তবে ম্যাচের শেষ দিকে ভারতের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ করেন টাইগ্রেসদের স্পিনার নাহিদা। ভারতের ইনিংসের ৪৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে খেলা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন এই স্পিনার। ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রানে গুটিয়ে যায় ভারতীয়রা।টাই হয়ে সমতায় শেষ হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মাঝে বৃষ্টির কারণে ম্যাচ কিছু সময় বন্ধ ছিল। বৃষ্টি বাগড়া শেষে ম্যাচ শুরুর পর ৪২তম ওভারে ধাক্কা খায় ভারত। সফট হ্যান্ডে বল ঠেলে জায়গা বদল করতে গিয়ে রান-আউটের ফাঁদে পড়েন হারলিন। ৯ বাউন্ডারিতে ৭৭ রানে ফিরেন তিনি। এরপর দীপ্তি শর্মাকেও রান-আউটের ফাঁদে ফেলে ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেয় টাইগ্রেসরা। তবে শেষ চার ওভারের অতি নাটকীয়তায় ম্যাচ থামে সমতায়।

শেষ দিকে ১৯ বলে মাত্র ১০ রান প্রয়োজন ছিল ভারতের, হাতে তখনো ৪ উইকেট। জয়টা তাদের নিশ্চিতই ছিল। এরপর কয়েক মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। ১৫ বলের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ টাই করে ফেলে বাংলাদেশ।

Link copied!