টানা চতুর্থবারের মত বিসিবির দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ০৮:০৩ পিএম

টানা চতুর্থবারের মত বিসিবির দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। আজ পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিনই নতুন বোর্ডের প্রথম সভায় নাজমুল হাসান পাপনকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন পরিচালকরা।

টানা চতুর্থবার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন তিনি। পরিচালকদের উদ্দেশ্যে নাজমুল হাসান বলেছেন, ‘ আমাদের অনেক কাজ বাকি, অল্প না। এতদিন যে কাজ করেছি, যদি মনে করেন অনেক কিছু করে ফেলেছি এটা ভুল হবে। সবচেয়ে কঠিন সময়টা সামনে আসছে। এখনকার সময় আগের চেয়ে অনেক কঠিন। আমাদের প্রত্যাশা বেড়েছে তেমনি আমাদের প্রতিও মানুষের প্রত্যাশা বেড়েছে। আগে কোনো ভালো দলের বিপক্ষে এক ম্যাচ জিতলে সেটাই ছিল বিরাট খুশির খবর। এখন দেশে এনে ৪-১ এ জিতলেও বলে হোয়াইটওয়াশ কেন হলো না। প্রত্যাশা এখন অনেক বেশি।’

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে প্রথমবার বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি। এরপর ২০১৭ সাল ও এবার বোর্ড সভাপতি হলেন। অবশ্য আগের দুই নির্বাচনে সরাসরি বোর্ড পরিচালক হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন নাজমুল হাসান। আবাহনীর এই কাউন্সিলর ৫৭ ভোটের মধ্যে ৫৩টি পেয়ে নির্বাচিত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে সবচেয়ে বেশি সময় তিনিই থাকছেন। 

 

Link copied!