টি-টুয়েন্টি ম্যাচ চলাকালে কাবুল স্টেডিয়ামে বোমা হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ১০:০৭ এএম

টি-টুয়েন্টি ম্যাচ চলাকালে কাবুল স্টেডিয়ামে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের স্টেডিয়ামে একটি টি-টুয়েন্টি ম্যাচ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এই হামলায় চারজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজার ম্যাচ চলছিল। বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির মধ্যে চলছিল ম্যাচটি। আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধিরাও খেলাটি দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক ওই সময় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়ামের গ্যালারি।

বিস্ফোরণের শব্দে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন দর্শকরা। দ্রুত খেলোয়াড়দের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। বোমা বিস্ফোরণে ৪ জন দর্শক আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি, আলজাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বোমা হামলার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলেছেন, “শাপাগিজা লিগের ম্যাচ চলছিল। ম্যাচটি দেখতে এসেছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও। এমন সময়ে গ্যালারিতে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে চারজন সাধারণ দর্শক আহত হন।”

প্রসঙ্গত, আফগানিস্তানের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু হয় ২০১৩ সালে। শাপাগিজায় এখন আটটি ফ্র্যাঞ্চাইজি খেলে। এই লিগটিতে জাতীয় দল, ‘এ’ দল ও হাই-পারফরম্যান্স দলের খেলোয়াড়রা ছাড়াও বিদেশি ক্রিকেটাররাও খেলে থাকেন।

 

Link copied!