মার্চ ১২, ২০২৩, ০৯:১৫ পিএম
ইংল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় করায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।
বাংলাদেশ এর আগে কোনো ফরম্যাটের সিরিজে ইংল্যান্ডকে হারাতে পারেনি। এই প্রথম বাংলাদেশ জয় পেল। প্রথমবার টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল তারা। আর প্রথমবারেই বাজিমাত।
জয়ের জন্য বাংলাদেশের ১১৮ রানের টার্গেট ছিল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পিচ যেমনই হোক। এই টার্গেট চেজ করা কঠিন কিছু ছিল না। বাংলাদেশ খেই হারিয়েছে বটে। তবে ম্যাচের মধ্যেই ছিল তারা।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক পাশে শান্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন। তৃতীয় ওভারে ব্যাটিংয়ে এসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ১৯তম ওভারে। ৪৭ বলে ৪৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে প্রথম ম্যাচেও তার ফিফটিতে ভর করে জিতে বাংলাদেশ। এ ছাড়া মিরাজ ২০ ও হৃদয় ১৭ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি। শান্তর সঙ্গে তাসকিন অপরাজিত থাকেন ৮ রানে।