টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

ক্রীড়া ডেস্ক

মে ৩১, ২০২১, ০৭:৪৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

আগামীকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিং রয়েছে। আর এই মিটিংয়ে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আলোচনা হবে। ভারতের এখন যে করোনা পরিস্থিতি সেক্ষেত্রে অক্টোবরে বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা হবে। 

বিসিসিআই দুটি সমস্যায় রয়েছে। সেপ্টেম্বরে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ শেষ করবে সংযুক্ত আরব আমিরাতে। আবার পরের মাসেই বাধ্য হলে করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনার জন্য সেটা সরে চলে যায় ২০২২ সালে। আর ভারতে ২০২১ সালেই বিশ্বকাপ থাকছে। কিন্তু এ বছরেও যেভাবে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে বিশ্বকাপ করা মুশকিল হয়ে যাবে। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাঝ পথে বন্ধ করে দিতে হয়েছিল। 

এদিকে বিশেষ সূত্রে জানা গেছে, এপ্রিল পর্যন্ত ভারত অপেক্ষা করবে। যদি এপ্রিলের মধ্যে পরিস্থিতি ঠিক না হয় তাহলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।  তবে বিসিসিআই সর্বোচ্চ চেষ্টা করবে বিশ্বকাপ ভারতে রাখতে। 

Link copied!