রবার্ট লেভানডভস্কির হ্যাটট্রিকে ভর করে বায়ার্ন মিউনিখ ৭-১ গোলে সলজবুর্গকে হারিয়েছে। ২ লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটি। অন্যদিকে লিভারপুল ১-০ গোলে ইন্টারমিলানের (মার্টিনেজ) কাছে হেরেছে। কিন্তু শেষ ষোলোর আগের লেগে জয় ছিল ২-০ ব্যবধানে। ২-১ ব্যবধানে জিতে মোহামেদ সালাহর লিভারপুল শেষ আটে চলে গেছে।
গত মাসে মোহাম্মদ সালাহ আর রবার্তো ফিরমিনোর গোলে দারুণ জয় পেয়েছিল লিভারপুল। কিন্তু ঘরের মাঠে ফিরতি ম্যাচে ছন্দে ছিলেন না কেউই। আর তাই লিভারপুলও গোলশূন্য থেকেছে সারা সময়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৬০তম মিনিটে অ্যালেক্সিস সানচেজের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন মার্টিনেজ। যদিও এই গোলের মিনিট কয়েক পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সানচেজকে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রেড বুল সালজবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল করেছে তারা। যেখানে রবার্ট লেওয়ানডস্কির গোলই ৩টি। এরপর আরও তিনটি গোল পেয়েছে বায়ার্ন।
১২তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লেওয়ানডোস্কি। ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয় গোলের মিনিট দুয়েক পরই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।