২০১৭ সালের পর ভারতের মাটিতে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ৯ উইকেটে এ ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো অজিরা। ইন্দোরে এমন জয় অস্ট্রেলিয়া কল্পনা করেনি।
ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন। অশ্বিন ও জাদেজা দুজনে একাদশে ছিলেন এমন ম্যাচ ঘরের মাঠে ভারতের এটি মাত্র দ্বিতীয় হার।
ভারতের দেওয়া ৭৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে এক সেশনের কম সময়ে তাড়া করেছে ভারত। অথচ প্রথম দুইদিনের উইকেট ক্রিকেট ভক্তদের আশায় রেখেছিল ছোট লক্ষ্য তাড়াতেও দেখা যেতে পারে রোমাঞ্চ।
হেড-লাবুশানে সেটা আর হতে দিলেন কই? জয়ের পথে হেড ৪৯ ও লাবুশানে ২৮ রানে অপরাজিত। ৪ টেস্টের সিরিজ। তিন টেস্ট শেষে এখন ফল ২-১। শেষ টেস্ট জিতে সিরিজ সমতায় আনতে চাইবে অস্ট্রেলিয়া।