ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ০৫:০৮ এএম

ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

খেলা মানেই অনিশ্চয়তা। এই আজকের ম্যাচের কথাই ধরা যাক। দুই মিনিট না যেতেই অস্ট্রেলিয়া আদায় করে নেয় গোল। যে লিড শেষ পর্যন্ত ধরে রেখে ডেনমার্ককে হারিয়েই ১৬ বছর পর শেষ ষোলোতে নাম লেখাল অস্ট্রেলিয়া। এর ফলে ২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে উঠল সকারুরা।

বুধবার আল ওয়াকরাহর আল জানোব স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের 'ডি' গ্রুপের ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাথিউ লাকি। ফ্রান্সের সমান দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে অস্ট্রেলিয়া।

আগের দুই ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হারলেও তিউনিসিয়ার বিপক্ষে ১-০’র জয়ে ঘুরে দাঁড়িয়েছিল।আজও সেই শক্তিশালী অবস্থান নিয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। নিশ্চিত হলো পরের রাউন্ডে যাওয়ার টিকিট।

Link copied!