ড্রেসিংরুমে ধূমপানরত সুজন ক্যামেরায় পড়লেন ধরা, কি শাস্তি হবে তাঁর?

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০১:১৮ এএম

ড্রেসিংরুমে ধূমপানরত সুজন ক্যামেরায় পড়লেন ধরা, কি শাস্তি হবে তাঁর?

শেষ চার দলে জায়গা নেয়ার লড়াইয়ের শেষ ম্যাচে জিতেও বিপিএলের প্লে-অফে পৌঁছাতে পারেনি খুলনা টাইগার্স। ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে জয় পায় লিস্টের তলানিতে থাকা এই দলটি। কিন্তু এ জয় ছাপিয়ে ম্যাচটিতে আলোচনার ঝড় তুলেছে অন্য একটি বিষয়। জয় পাওয়ার দিনে ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কে জড়ালেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের খেলার দ্বিতীয় ইনিংস চলছিল। ১৭০ রানের টার্গেটে শেষ ৪ বলে ৪ রান প্রয়োজন খুলনার। তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরায় ধরা পড়লো সুজনের ধূমপানের দৃশ্য। যা দেখলো লাখো দর্শক। স্ক্রিনশট ছড়িয়ে গেল সামাজিক গণমাধ্যমে আর নিন্দার ঝড় বইয়ে দিলেন নেটিজেনরা।

ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তোলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান টিম ডিরেক্টর হয়েও খালেদ মাহমুদ সুজন এ কী করলেন? ড্রেসিংরুমে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে ধূমপান করা যে ক্রিকেটীয় রীতি, নীতি ও সংস্কৃতির সাথে একেবারেই মানানসই নয়। 

খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনের ড্রেসিংরুমে করা এই কাজের কি শাস্তি হওয়া উচিত এই প্রশ্নই এখন সবার মনে। ক্রিকেটীয় আইন অনুযায়ী নিষিদ্ধ এমন কাজ করায় মৌখিক সতর্ক করা বা জরিমানার মুখে পড়তে পারেন সুজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌখিক সতর্ক, না হয় ম্যাচ ফি কর্তনের সম্ভাবনাই বেশি। সূত্র আরও জানায়, সাধারণত বয়সে তরুণ ও অনভিজ্ঞদের কেউ এমন কাজ করলে তাঁকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু সুজনের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয়া হবে সেটাই এখন দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা।

এ ঘটনা নিয়ে ম্যাচটির দায়িত্বে থাকা দেবব্রত পালকে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনো জবাব দেননি তিনি। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি শুধু ফুটেজ দেখেছি। এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না।’

Link copied!