মে ২৯, ২০২৩, ১০:২২ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসছেন। ঢাকা সফরে আসার বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চিত করেছেন ৩০ বছর বয়সী গোলরক্ষক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘দিবু’ নামে পরিচিত গোলরক্ষক লিখেছেন, ‘শুভেচ্ছা সবাইকে, আমি ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর হবে ৩ জুলাই থেকে ৫ জুলাই এবং অনেক দাতব্য কাজে অংশ নেবো। তার মধ্যে থাকবে মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া। পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, স্পনসরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ফুটবল বিষয়ক প্রচারণায় অংশ নেবো। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর সমর্থক আছে এবং আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি!’
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে কলকাতার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ জুলাইয়ের প্রথম সপ্তাহে আসছেন কলকাতায়। লিওনেল মেসির সতীর্থকে উপমহাদেশে আনার কাজটি করছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। গত সপ্তাহে নিজের ফেসবুকে তিনি জানান, কলকাতার পাশাপাশি মার্তিনেজ যেতে চান বাংলাদেশেও।
মার্তিনেজ জানেন, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। তাই কলকাতা সফরের পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।