চোট নিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার সময় চোট পান এই বাঁহাতি ওপেনার। এখন এই চোট বড় হলে টি-টোয়েন্টি ক্যারিয়ারই হুমকির মধ্যে পরবে। অনেকে অবশ্য তামিমকে ভবিষ্যতে আর টি-টোয়েন্টি দলে আশাই করছেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক জানিয়েছেন, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তামিম। বুধবার ইপিএলের ফ্র্যাঞ্চাইজি ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে এলিমিনেটরে মাঠে নেমেছিলেন তিনি।
ফিল্ডিংয়ের সময় বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আঙুলে স্ক্যান করান। রিপোর্টে চিড় ধরা পড়েছে। সেজন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে দেশসেরা ওপেনারকে।
বিসিবির চিকিৎসক বলেছেন, ‘গতকাল (৬ অক্টোবর) ম্যাচ খেলার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান তামিম। তারপর আজ দেশে ফেরার পর স্ক্যান করলে তাতে চিড় ধরা পড়ে। এটা সারতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগার কথা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম। এখন আপাতত বাংলাদেশের খেলা তার টিভিতে বসে উপভোগ করতে হবে।