সামনে বিশ্বকাপ সেজন্যই

তাসকিন আহমেদের কাউন্টিতে যাওয়া হচ্ছে না

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৬:০৭ পিএম

তাসকিন আহমেদের কাউন্টিতে যাওয়া হচ্ছে না

অক্টোবর ও নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ রয়েছে ভারতে। আর এই বিশ্বকাপের আগে ইয়র্কশায়ার তাসকিন আহমেদকে চেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড় দিচ্ছে না। তাই তাসকিনের যাওয়া হচ্ছে না। তাসকিন ক্লান্ত হয়ে যাবেন সেজন্যই যেতে পারছেন না ডান এই পেসার।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ‌্যমে বলেছেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না।’

তাসকিনকে যত্ন করে ব‌্যবহার করার কথাও বলেছেন জালাল ইউনুস, ‘সে কেবলই ইনজুরি থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়াডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’

Link copied!