'দরকার হলে টেস্টেও মোস্তাফিজ অবশ্যই খেলবে'

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০৮:৫৩ পিএম

'দরকার হলে টেস্টেও মোস্তাফিজ অবশ্যই খেলবে'

সীমিত পরিসরে মোস্তাফিজুর রহমান যতটা আগ্রহ নিয়ে খেলেন বড় ধৈর্যর ক্রিকেটে তার অনাগ্রহ ততটাই। দীর্ঘদিন ধরেই মোস্তাফিজ লাল বলের ক্রিকেটের বাইরে। ক্রিকেট বোর্ডও বাঁহাতি পেসারকে দিচ্ছিলেন ছাড়। তবে সামনে যখনই তাকে দরকার হবে তখন মোস্তাফিজকে টেস্টে খেলানো হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার সন্ধ্যায় ক্রিকেট বোর্ডের ইফতার ছিল। সেখানে তিনি বলেছেন,'মোস্তাফিজ টেস্ট খেলছে না। এখন আমাদের কাছে তাসকিন, শরিফুল, ইবাদত আছে৷ আমাদের যখন তাকে দরকার হবে তখন অবশ্যই সে টেস্ট খেলবে। সে অবশ্যই খেলবে।'

প্রসঙ্গত, বিসিবি খেলোয়াড়দের পছন্দের ফরম্যাটে খেলার সুযোগ দিয়েছে। মোস্তাফিজের লাল বলের ক্রিকেটে আগ্রহ না থাকায়  লাল বলের চুক্তিকে নেই৷ বিসিবিও তাতে বাধা দেয়নি। এজন্য দেশের ক্রিকেট বাদ দিয়ে মোস্তাফিজকে আইপিএল খেলেছেন। বিসিবিো তাকে দিয়েছে এনওসি। কিন্তু সামনে যখন তাকে দরকার হবে বিসিবি তাকে টেস্টেও খেলাবে৷ নাজমুল হাসান আরো বলেছেন,'মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি টেস্ট খেলতে চায়। ও বললো কী বললো সেটা বড় কথা না। মোস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কারণ এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।'

শ্রীলঙ্কা আগামী মাসেই দেশে আসছে। চট্টগ্রাম ও ঢাকায় দুই দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলবে।

Link copied!