ধ্বংসস্তূপ থেকে চেলসির সাবেক ফুটবলার আতসুকে জীবিত উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৬:২৯ পিএম

ধ্বংসস্তূপ থেকে চেলসির সাবেক ফুটবলার আতসুকে জীবিত উদ্ধার

শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। দেখলে মনে হবে যেনো ধ্বংসস্তুপ। উদ্ধার কাজ চলছে পুরোদমে। তুরষ্কে সোমবার শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ক্রিস্টিয়ান আতসুর।

তুরস্কের ধ্বংসস্তূপে আটকে ছিলেন চেলসির সাবেক এই ফুটবলার। অবশেষে মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট থাকলেও জীবিত আছেন আতসু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তুরস্কের এক সাংবাদিক জানান, 'আতসু জীবিত আছেন। ভূমিকম্পের পর তিনি ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করা হয়েছে। আতসুর শ্বাসকষ্টের সমস্যা আছে। শারীরিক চোটও রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' চেলসি ছাড়াও নিউক্যাসেলে খেলেছেন ঘানার ফুটবলার।

আতসু তুরস্কের ক্লাব হাতায়স্পরে খেলেন। সেই ক্লাব অবস্থিত কাহরামানমারাস এলাকায়, যেখানে ভূমিকম্পের প্রভাব মারাত্মক। তাই সমর্থকদের মনে আতঙ্ক তৈরি হয়েছিল। আতসুর নিখোঁজ হওয়া ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছিল। শেষপর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘানার এই ফুটবলারকে।

ঘানার এই ফুটবলারের পাশাপাশি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটও নিখোঁজ। মনে করা হচ্ছে তিনিও ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। ঘানার ৩১ বছরের এই ফুটবলারের খোঁজ মিললেও তানের খবর এখনও পাওয়া যায়নি।

Link copied!