চলমান বছরটা ক্রিকেট মঞ্চে মোটেও ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এ বছর সবচেয়ে আর্কষণীয় ও গুরুত্বপূর্ণ ছিলো টি-টোয়েন্টি বিশ^কাপ। সেখানে ভালো করাই প্রধান লক্ষ্য ছিলো টাইগারদের। কিন্তু সেখানে সাফল্য না পাওয়ায় বছরটি হতাশার ছিলো বলে জানান সাকিব। তবে আসছে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সাকিবের।
গতরাতে যুক্তরা্েষ্ট্রর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন সাকিব।
তিনি বলেন, ‘হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছে। যার পরবর্তীতে আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের যে আরও উন্নতি করতে পারি।’
সববিভাগেই উন্নতি চান সাকিব। তিনি বলেন, ‘সব জায়গায় উন্নতি দরকার। খেলার সময়ও উন্নতি দরকার আছে। আবার খেলা ছাড়াও উন্নতি দরকার আছে। চেষ্টা থাকবে, যে জায়গায় আইডেন্টিফাই করা যায়। একসাথে সবাই বসে সেসব জায়গায় যেন উন্নতি করা যায়।’
বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে। ব্যক্তিগত কারনে নিউজিল্যান্ড যাননি সাকিব। নিউজিল্যান্ডে ভালো করতে হলে, আত্মবিশ^াসের প্রয়োজন বলে মনে করেন সাকিব। অতীতের রেকর্ড মনে করিয়ে দিয়ে সাকিব বলেন, ‘সেখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষবারের সফরে অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই সেঞ্চুরি করেছিল। সোনে আসলে রান করা যায়। সেই বিশ্বাসটা যেন সবাই রাখে।’
যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দেশে ফিরবেন তিনি। বিপিএলের অষ্টম আসরে কোন দলে খেলবেন তা নিশ্চিত করে বলেননি সাকিব। তবে বরিশাল ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে বলে জানালেন সাকিব।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবো।’
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসর।