বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হচ্ছেন নাজমুল হাসান পাপন। যদিও তার এই পদে আসার মত অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর সর্বশেষ এজিএমে সকল কাউন্সিলররা তাকে মৌখিক সম্মতি দিয়েই গেছে বলে গুঞ্জন ছিল। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে যান নাজমুল হাসান ও সাকিব আল হাসান। সাকিব আইপিএল খেলতে রাতে দুবাই যাওয়ার কথা। সেখান থেকেই বিশ্বকাপের স্কোয়াডে যোগ দেবেন তিনি।
এদিকে নাজমুল হাসান নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন বোর্ডে চমক আসবে বলে জানিয়েছিলেন। আসলে তেমন কোনো চমক থাকছে না। তিনিই বিসিবির বস থাকছেন। এটাও গুঞ্জন রয়েছে যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সন্তান রেজওয়ান আহমেদ তৌফিক বোর্ডের বিশেষ দায়িত্ব পেতে পারেন। তবে নাজমুল হাসান যে আবারও বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন, এ ব্যাপারে তেমন কোনো সংশয় নেই।
যদিও এজিএমে তিনি তার দীর্ঘ বক্তব্যের কোনো এক লাইনে বলেছিলেন, হার্টের সমস্যার জন্য তিনি বেশ সংশয় নিয়ে খেলা দেখতে বসেন। বোর্ড প্রেসিডেন্ট হলেও এবার কিছু পরিবর্তন আসতে পারে ভেতরে। প্রেসিডেন্টের প্যানেলে কারা থাকবেন আর থাকবেন না সেটা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।