নান্নু-বাশারদের মেয়াদ কমানোর পরামর্শ আশরাফুলের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৩:১৮ এএম

নান্নু-বাশারদের মেয়াদ কমানোর পরামর্শ আশরাফুলের

দীর্ঘ সময় ধরে কাজ করা মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশারদের নির্বাচক প্যানেলের মেয়াদ কমানোর পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।দীর্ঘ মেয়াদী নির্বাচক প্যানেল দিয়ে ক্রিকেটে সুফল ফেরানো সম্ভব নয় বলেও তিনি মত দেন।যমুনা টেলিভিশনের অনলাইন সংস্করণে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক প্যানেলে থাকা মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের মেয়াদ।  দুদিন পেরিয়ে গেলেও এখনো নবায়ন করা হয়নি এই দুই নির্বাচকের চুক্তি। দুজনের দায়িত্ব নিয়ে এখন ধোঁয়াশা থাকলেও কাজ করার অন্তত ৭- ৮ বছর সময় পেয়েছেন নান্নু-বাশার জুটি। সেই সময়কাল নিয়ে বলছিলেন মোহাম্মদ আশরাফুল।

এ বিষয়ে আশরাফুল বলেন, তাদের যে প্রতিভা আছে তার সুফল কিন্তু ৩-৪ বছরেই আমরা পেয়ে যাবো। কিন্তু একই ব্যক্তি যদি একই কাজ ১১ বছর ধরে করতে থাকেন তবে আমরা এক জায়গাতেই আটকে যাবো।

দীর্ঘ মেয়াদের নির্বাচকে যদি সুফল না আসে তাহলে কেমন হওয়া উচিত বিসিবির নির্বাচক প্যানেল, সে প্রসঙ্গে আশরাফুল বলেন, “নির্বাচক প্যানেলের মেয়াদ ৩-৪ বছর হওয়া উচিত। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ পর্যন্ত যদি হয় প্যানেলের মেয়াদ তবে ভিন্ন চিন্তা ও ভিন্ন ধারণা আসার সুযোগ পাবে।”

Link copied!