নিউজিল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপে কোস্টারিকা

ক্রীড়া ডেস্ক

জুন ১৫, ২০২২, ০৭:৫৭ এএম

নিউজিল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপে কোস্টারিকা

ইতিহাসে ৬ষ্ঠবারের মত ফুটবল বিশ্বকাপে কোস্টারিকা। এবার পারলো না নিউজিল্যান্ড। কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ এর ৩২টি দল পেয়ে গেছে। আগামী নভেম্বরে শুরু হবে আসর। 

নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। ৩ মিনিটে জোয়েল ক্যাম্ববেল জয়সূচক গোলটি করেন। আর এই গোলে বাজিমাত করেছে তারা। ফুটবল বিশ্বকাপ গ্রুপ ‘ই’ তে কোস্টারিকার প্রতিপক্ষ স্পেন, জার্মানি ও জাপান। 

বিশ্বকাপের ৩২ দল :

এ : কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস , সেনেগাল। 

বি : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।

সি : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোলান্ড।

ডি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।

ই : স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। 

এফ : বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

জি : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।

এইচ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।  

Link copied!