ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড ও বাংলাদেশের সিরিজটি টেলিভিশনে সম্প্রচার হয়নি। বাংলাদেশের কোনো চ্যানেলে না হলেও আইসিসি বিশেষভাবে সেটা সম্প্রচার করেছিল।
তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছিল একটি নিজস্ব টেলিভিশন আনা যায় কিনা। বিসিবি প্রেসিডেন্ট সে পথে হাঁটছে।
নাজমুল হাসান পাপন বোর্ড মিটিং করেছেন। আর সেটা শেষে বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না। ’