নিজের দোষ স্বীকার করলেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩০, ২০২১, ০২:৩৪ এএম

নিজের দোষ স্বীকার করলেন মাহমুদউল্লাহ

‘আমি আর লিটন ভালই খেলছিলাম। লিটন আউট হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে। ওটা ছয় হলে খেলার মোড় ঘুড়ে যেতে পারতো। লিটন সেট ছিল। উইকেটে থাকলে আমরা জিতে যেতে পারতাম। আর শেষ বলটি সে ব্লক হোলে করেছে। আমার খেলার স্কোপ ছিল না। ও কোনো স্পেস দেয়নি। আমার দোষ ছিল আমি এক্সিকিউট করতে পারিনি।’ টি টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

উইকেট কঠিন ছিল

খুব কাছে গিয়ে বাংলাদেশ হেরেছে উল্লেক করে রিয়াদ বলেছেন,‘ উইকেট কিছুটা ডিফিকাল্ট ছিল। আমরা যখন বোলিং শুরু করি। উইকেটে বল আসছিল না। বোলাররা ভাল বল করেছে। আর ফিল্ডিং ভাল করলে আরো ১০টা রান কম হতো আর আমরা জিততে পারতাম। 

সেমিফাইনালের আশা কম

সেমিফাইনালের আশা ক্ষীণ। এখন কি চায় বাংলাদেশ। এমন প্রশ্নে রিয়াদ,‘ এখনো অনেক কিছু পাওয়ার আছে। সেমিফাইনালের আশা ক্ষীণ তারপরও আমরা দুটি ম্যাচ জিততে পারি (২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৪ অক্টোবর)। আর তাহলে কিছু হবে। এখন মরিয়া হয়ে চেষ্টা করছি সবাই। শতভাগ দেওয়ার চেষ্টা করছি। এখন দুটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

ক্যাচ নিয়ে আক্ষেপ

ক্যাচ মিস নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ প্রায় ৯টি ক্যাচ ফেলেছে এই আসরে। রিয়াদ জানান, ক্যাচিং আরো ভাল হওয়া দরকার। কেউ ইচ্ছা করে ক্যাচ ফেলে না। রিয়াদ মনে করেন, বাংলাদেশে কোনো আন্দ্রে রাসেল নেই। এমন ব্যাটসম্যান থাকলে হয়তো এসব ম্যাচ জেতা যেতো। আর শামীম কোনো স্লগার ব্যাটসম্যান নয় বলে দাবি করেছেন রিয়াদ।

Link copied!