পাঁচ উইকেট নিয়েও হেরে মাঠ ছাড়লেন আশরাফুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৪:০৯ এএম

পাঁচ উইকেট নিয়েও হেরে মাঠ ছাড়লেন আশরাফুল

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ ক্যারিয়ার সেরা বোলিং করে মোহামেডানের বিপক্ষে ৫ উইকেট পেলেন জাতীয় দলের বাহিরে থাকা মোহাম্মদ আশরাফুল। তবে ক্যারিয়ার সেরা বোলিংয়েও ব্রাদার্স ইউনিয়নকে জয় এনে দিতে পারেননি তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেএসপিতে চার নম্বর মাঠে আশরাফুলের দল ব্রাদার্স ইউনিয়নকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান। আশরাফুলের ৫ উইকেটের জবাবে শুভাগত হোমও পেলেন ৫ উইকেট।

দিনের অন্য খেলায় বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

দুই দলের দুই অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ব্যাটিং তাদের আসল কাজ হলেও আজ দুজনই বল হাতে পেলেন ৫ উইকেট। দিন শেষে জয়ের হাসি হেসেছেন একজন।

বিকেএসপিতে সাত সকালে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল পান তার লিস্ট ‘এ’র প্রথম ৫ উইকেট। তার ঘূর্ণিতে এলোমেলো হয়ে মোহামেডান ২০৬ রানের বেশি করতে পারেনি। স্বল্প পুঁজি নিয়েই তারা লড়াই করল দারুণভাবে। অধিনায়ক শুভাগত হোম দিলেন নেতৃত্ব। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট নিয়ে মোহামেডানকে ৫৪ রানে জিতিয়ে তিনি নায়ক।

ব্যাটিং মোহামেডানের মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে। প্রথম দুই ম্যাচের মতো আজও ব্যর্থ ব্যাটসম্যানরা। টপ অর্ডারে রনি তালুকদার দায়িত্ব নিয়ে কেবল ৫৮ রান করেন। বাকিরা ছিল আসা যাওয়ার মিছিলে। পারভেজ ইমন এক ও সৌম্য সরকার ৭ রান করেন। ব্যাডপ্যাচে থাকা হাফিজের ব্যাট থেকে আসে ২৮ রান।

তাকে ফিরিয়ে আশরাফুলের উইকেট নেওয়া শুরু। এরপর রনি, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগতকে ফেরান অফস্পিনার। দ্বিতীয় স্পেলে ফিরে ইয়াসিন মিশুকে আউট করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ফাইফারের স্বাদ পান আশরাফুল। এছাড়া আবু হায়দার রনি দুটি, আমিনুল ইসলাম বিপ্লব ও মঈন খান একটি করে উইকেট নেন।

মোহামেডানের হয়ে শেষ দিকে অতি গুরুত্বপূর্ণ ৪১ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাহিদুজ্জামান। শেষ উইকেটে তার রানটাই পার্থক্য গড়ে দেয়।

বল হাতে শুভাগত দ্বিতীয় ওভারেই চলে আসেন। তিন ওভারেই ডানহাতি অফস্পিনার তুলে নেন ৩ উইকেট। ৮ রানের ভেতরে ৩ উইকেট হারানোর ধাক্কা কাটাতে পারেনি ব্রাদার্স। আশরাফুল এক রান করেন। সাদিকুর করেন ২ রান। টপ অর্ডারে ইমতিয়াজের ৪২ ও মিডল অর্ডারে আমিনুল ইসলামের ৩৬ রানে লড়াই করেছিল ব্রাদার্স। কিন্তু মধ্য ওভারে বোলিংয়ে এসে শুভাগতকে উইকেট দিয়ে পথ হারায় ব্রাদার্স। শেষ দিকে ধীমানের ৩২ রানে পরাজয়ের ব্যবধান কমায় ব্রাদার্স।

দ্বিতীয় ম্যাচে এটি ব্রাদার্সের প্রথম হার। মোহামেডানের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়।

Link copied!