পাপন বিসিবির সবচেয়ে অযোগ্য সভাপতি: সাবের হোসেন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২১, ০১:১৮ এএম

পাপন বিসিবির সবচেয়ে অযোগ্য সভাপতি: সাবের হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে সবচেয়ে অযোগ্য সভাপতি বলে উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল ৪ টা ৪০ মিনিটে টুইটারে নিজের একাউন্ট থেকে করা এক টুইটে তিনি একথা বলেন।

আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অপ্রত্যাশিত বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশের ক্রিকেটবোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেউ দোষ দিচ্ছেন ক্রিকেটারদের তো কেউ সমালোচনা করছেন দেশের মাঠের অবস্থা নিয়ে। তবে এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে ধুয়ে দিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

সাবের হোসেন চৌধুরীর টুইট।

সাবের হোসেন চৌধুরী তার টুইটে লিখেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। এটা সবসময়ই তার ব্যর্থতা যে আমাদের ক্রিকেটটা চালায়। আমাদের জন্য এটি লজ্জাজনক যে আমাদের একটি নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে’।

এর আগে, বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের দিনই সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বলেছিলেন, ক্রিকেটার থেকে শুরু করে কেউই লাল-সবুজের প্রতিনিধিদের এই বাজে পারফরম্যান্সের দায় এড়াতে পারে না।

তারও আগে, বুধবার (৪ নভেম্বর) মাশরাফী তার ফেসবুক একাউন্টে শেয়ার করা এক স্ট্যাটাসে, ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের পেছনে ক্রিকেটবোর্ড সংশ্লিষ্টদেরও দায় দেখছেন। এ নিয়ে তিনি বলেন, ‘কিছু ব্যাপার মেলানো প্রয়োজন। সেটা হলো, খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আগেও অহরহ দেখা গেছে!’

কোনো টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের পর সাধারণত টিম ম্যানেজমেন্টের বিভিন্ন পদে বদল নিয়মিত চিত্র যে কোনো দলের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রেই এর খুব ব্যতিক্রম আছে তা কিন্তু নয়। এ সম্পর্কে মাশরাফী বলেন, আগের অভিজ্ঞতা থেকে এবারও বলে দেওয়া যায়, এখন সামনে কী হবে। হয়তো কাউকে বাদ দেওয়া হবে, কারও ওপর অদৃশ্য রাগ ঝাড়া হবে, রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না, তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে। সাংবাদিক ভাইদের নানা কিছু বোঝানোর চেষ্টা করা হবে।

Link copied!