পিএসএল দল কিনছেন কুমিল্লার নাফিসা কামাল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৩, ০৭:০৭ পিএম

পিএসএল দল কিনছেন কুমিল্লার নাফিসা কামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ও সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তারা পাকিস্তান সুপার লিগে দল কিনতে যাচ্ছে। গুঞ্জন উঠেছে পিএসএলে দল নিতে আগ্রহ প্রকাশ করে বিপিএলের চারবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিয়ে বাংলাদেশি সাংবাদিকের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য গ্রিন ম্যানদের’ ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

সেখানে বলা হয়েছে, পিএসএলে যে বাড়তি দল আসার কথা চলছে তাতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল। অবশ্য গণমাধ্যমের পক্ষ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিডিয়া ম্যানেজার খান নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি ‘মাত্রই শুনেছেন’ বলে দাবি করেছেন তিনি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল ফ্র্যাঞ্চাইজির মধ্যকার এক চুক্তির কারণে আগামী দুই মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে বাড়তি দল থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

এ প্রসঙ্গে কয়েকদিন আগে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘পিএসএলে দলের সংখ্যা বাড়ানোর জন্য প্রচুর চাপ রয়েছে, কিন্তু এহসান মানি এবং রমিজ রাজা (সাবেক দুই পিসিবি চেয়ারম্যান) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে একটি চুক্তি করেছেন যে আগামী দুই বছরে মাত্র ছয়টি দল খেলবে।’

কুমিল্লা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সফল দল। নাফিসা কামাল বাংলাদেশের প্রখ্যাত কোচ সালাউদ্দিনকে নিয়ে একের পর এক সফলতা তুলে এনেছেন। এবার তারা পরিকল্পনা করছে পাকিস্তানেও ফ্রাঞ্চাইজি হিসেবে দল নেবে। 

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান। আবার এই নাইট রাইডার্স এর ফ্রাঞ্চাইজির দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। ত্রিনবাগো নাইট রাইডার্স সে দলটির নাম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তারা সফল হয়েছে। শাহরুখ পিএসএল দল কিনতে চান এমন গুঞ্জন রয়েছে। এখন দেখা যাক নাফিসা ও শাহরুখ কি করেন। নাফিসা তেমন ভাবছেন হয়তো। এখনই যদি না হয়। তারপরেও ভবিষ্যতে তিনি দল নিতে পারেন বা নেবেন এটা প্রায় নিশ্চিত। ভাগ্য সব সময় নাফিসা কামালের পক্ষে যায়। সেটা বিপিএলে তার দলের সফলতা দেখলেই বোঝা যায়। পাকিস্তান সুপার লিগে আইন রয়েছে । সে আইন অনুযায়ী এখনই দল নেওয়া কঠিন রয়েছে। এখন দেখা যাক। ২ বছর পর না এখনই দল কিনে নেবে তারা। নাফিসা চেষ্টার সর্বোচ্চ টা করবেন। এটা নিশ্চিত। 

আপনাদের কি মত দর্শক? কমেন্ট করে জানান আমাদের। 

Link copied!