ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:১৩ পিএম
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টিভিতে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের সময় নাজমুল হাসানকে পাঁচবার ফোন করেছেন শেখ হাসিনা। সেঞ্চুরি হাঁকানো লিটনকে এবং ৮৬ রান করা মুশফিককে অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া সীমানায় দাঁড়িয়ে মুজিব উর রহমানের অসাধারণ ক্যাচ নেওয়ায় মাহমুদুল হাসান জয়কে পুরস্কৃত করার কথাও বলেছেন।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে নাজমুল হাসান বলেছেন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য পাঁচবার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন এবং প্রথমে যখন খেলা শুরু হলো তখন বলেছে খুব খেলছ। তারপরে সেঞ্চুরির পর অভিনন্দন জানান দুজনকেই। শেষে বলল যে, ক্যাচটা ধরল ওর নাম কি? ওকে পুরস্কার দিতে হবে। এত সু্ন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছে। আমরা অত্যন্ত খুশি।’