ফাইনালের লড়াইয়ে আজ রবিবার লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বিশ্ব আসরের মহাগুরুত্বপূর্ণ ফাইনালের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা ও ফ্রান্স কোন জার্সি পরে নামবে তা আগেই জানিয়ে দিয়েছে দল দুটি।
আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে, মেসিরা ফ্রান্সের বিপক্ষে তাদের র্স্টাটিং জার্সি বা আকাশি সাদা জার্সি পরে খেলবেন। যার প্যান্ট হবে সাদা এবং মোজাও হবে সাদা। নকআউট পর্বে নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার বিপক্ষেও ওই জার্সি পরে খেলেছিল ল্যাতিন দলটি।
মেসিদের জার্সি আগের মতো থাকলেও পরিবর্তন হচ্ছে ফ্রান্সের জার্সি। নিজেদের দ্বিতীয় জার্সি পরে নামবে এমবাপের দল। অর্থাৎ, নীল জার্সি সাদা প্যান্টের বদলে দুটোই নীল রঙের পরবে দিদিয়ের দেশমের শিষ্যরা।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেও দুই দলই র্স্টাটিং জার্সি পরে খেলেছিল। বিশ্বকাপে মেসিদের জার্সি দুটি। একটি আকাশি-সাদা জার্সির সঙ্গে কালো প্যান্ট, যেটাকে হোম জার্সি বলা হয়। অন্যটি অ্যাওয়ে জার্সি যার রং বেগুনি।