ফিফার তালিকায় ২০২২ সালের সেরা ফুটবলার কে?

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৫:১৫ এএম

ফিফার তালিকায় ২০২২ সালের সেরা ফুটবলার কে?

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২২ সালের সেরা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। সংক্ষিপ্ত ওই তালিকায় শীর্ষ পাঁচ জনের নাম জানানো হয়েছে। তবে সেখানে নেই ব্রাজিল স্টার নেইমার জুনিয়রের নাম।

তবে তালিকায় আছেন গতবছরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন অধিনায়ক এবং সুপারস্টার লিওনেল আন্দ্রেস মেসি, বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, গতবছর চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি'অর জয়ী তারকা করিম বেনজেমাও। এছাড়াও সেরা পাঁচে সুযোগ পেয়েছেন সাদিও মানে এবং রবার্ট লেভানদোভস্কি।

২০২১ সালের সেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ৮ অক্টোবর ২০২০ সাল থেকে ৭ আগস্ট ২০২১ সাল পর্যন্ত খেলা বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে ২০২২ সালের জন্য সময়সীমা আরও বাড়িয়েছে ফিফা। গত বছরের বিশ্বকাপকেও এবার হিসেবে এনেছে ফিফা।

ফলে ২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হচ্ছে ৮ আগস্ট ২০২১ সাল থেকে শুরু করে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত খেলাকে হিসেবে ধরে। এই সময়ের মধ্যে ফুটবলারদের দলগত এবং ব্যক্তিগত অর্জনকে বিবেচনা করে হবে সেরা ফুটবলার নির্ধারণের মানদণ্ড হিসেবে।

এই সময়ের মধ্যে সবচেয়ে বড় শিরোপা জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তিনি দলকে ৩৬ বছরের আক্ষেপ কাটিয়ে বিশ্বকাপের অতি আকাঙ্ক্ষিত শিরোপাটা এনে দিয়েছেন। টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন মেসি। এর জন্য বিশ্বকাপের গোল্ডেন বলও জিতে নিয়েছেন এই ফুটবল জাদুকর। এই সময়ের মধ্যে পিএসজির জার্সিতেও দারুণ ফর্মে ছিলেন মেসি। ক্লাবটির হয়ে করেছিলেন ১৭ গোল। জাতীয় দলের জার্সিতে অবশ্য তার চেয়েও এক গোল বেশি ১৮টি করেছিলেন মেসি, এই সময়ের মধ্যে।

মেসি ছাড়া এই তালিকায় থাকা এমবাপ্পেও জাতীয় দল এবং বিশ্বকাপের মঞ্চে ছিলেন উজ্জ্বল। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপে করেছিলেন মেসির চেয়ে এক গোল বেশি ৮টি। জাতীয় দল ছাড়াও ক্লাবের হয়েও উজ্জ্বল ছিলেন এমবাপ্পে।

তালিকার তিন, চার এবং পাঁচে থাকা বেনজেমা, সাদিও মানে এবং লেভানদোভস্কি ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের জন্যই সংক্ষিপ্ত তালিকায় এসেছেন। এরমধ্যে বেনজেমা ২০২১-২২ মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে বলা চলে একাই লড়াই করেছেন। রিয়ালের হয়ে গত মৌসুমে ৪৬ বার মাঠে নেমে ৪৪ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন বেনজেমা।

 

Link copied!