এসি মিলানে আবেগঘন পরিস্থিতি

ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৩:২২ এএম

ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন আক্রমনভাগে অনেক ফুটবলারের আদর্শ হিসেবে পরিচিত জøাটান ইব্রাহিমোভিচ। রোববার সিরি-এ লিগের মৌসুম শেষ হবার সাথে সাথে এসি মিলানের এই তারকা ফরোয়ার্ড ফুটবলীয় ক্যারিয়ারের সমাপ্তির ঘোষনা দেন। যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।
ভেরোনাকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে মিলান কাল সিরি-এ মৌসুম শেষ করেছে। সান সিরোর এই ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেছেন, ‘এই মুহূর্তটা ফুটবলকে বিদায় জানানোর সময়। এই মুহূর্তে অনেক কিছুই আমার মনে পড়ছে। মিলানকে বিদায় জানাচ্ছি, সেই সাথে ফুটবলকেও।’
সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিদায় জাননোর ক্ষনটি খুব ছিল একেবারেই সাদামাটা। ৪১ বছর বয়সী প্রিয় তারকাকে মিলানের সমর্থকরা আবেগ দিয়েই বিদায় জানিয়েছেন। 
দ্বিতীয় মেয়াদে ২০১৯ সালে মিলানে ফিরে এসেছিলেন সুইডিশ এই তারকা। আগের দুই বছরের মধ্যে ২০২১ সালে তিনি সিরি-এ শিরোপা জয় করেছিলেন। ইব্রাহিমোভিচ বলেন, ‘প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তখন তোমরা আমাকে আনন্দ দিয়েছিলে। দ্বিতীয়বার তোমরা আমাকে ভালবাসা দিয়েছো। এখানে সবাই আমাকে দারুনভাবে স্বাগত জানিয়েছে। আমার মনে হয়েছিল বাড়ি ফিরে এসেছি। জীবনের বাকি সময়টা মিলানের সমর্থক হয়েই থাকতে চাই।’

Link copied!