ফুটবলের রাজা পেলে আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০১:২৬ এএম

ফুটবলের রাজা পেলে আর নেই

নিভে গেল ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, হারিয়ে গেল ফুটবলের সৌন্দর্য্য। ৮২ বছর বয়সে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে পৃথিবীর মাঠ থেকে ওপারে পাড়ি জমালেন ফুটবলের রাজা পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি।

ক্যানসারে আক্রান্ত ছিলেন পেলে। তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি। সেই তিনি না ফেরার দেশে পাড়ি দিলেন বিশ্বকাপের মহা আনন্দযজ্ঞ শেষ হতে না হতেই। তাঁর মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। 

‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো মারাদোনার পক্ষে। দিয়েগো মারাদোনা ২০২০ সালে ৬০ বছর বয়সে প্রয়াত হন আচমকাই। এ বার পেলেকেও হারাল বিশ্ব।

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাঁকে খুব একটা চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন এই কিংবদন্তি। তারমধ্যে তিন বার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।

পেলের মৃত্যুতে নেটমাধ্যমে শোক প্রকাশের ঢেউ বয়ে যাচ্ছে। তাঁর সম্মানে লিখে চলেছেন সব অঙ্গনের তারকারা। লিখছেন সাধারন ফুটবলপ্রেমীরাও। 

Link copied!