বগুড়ার পিচে ‘দক্ষিণ আফ্রিকা’ দেখছেন খালেদ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:৩০ পিএম

বগুড়ার পিচে ‘দক্ষিণ আফ্রিকা’ দেখছেন খালেদ!

 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটে বোলিং অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত পেসার খালেদ আহমেদ। গতি-বাউন্স পেয়ে এই ডানহাতি পেসারের কাছে মনে হচ্ছে এটি দেশের বাইরের তথা বিদেশি কোনো উইকেট। শুধু তাই নয়, এখানে অনুশীলন করে সামনের দক্ষিণ আফ্রিকা সফরে পেসাররা ভালো করতে পারবে বলেও তার বিশ্বাস। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন খালেদ। খালেদ বলেন, ‘উইকেটও অনেক ভালো।  ভালো করেও ভালো লাগছে,ব্যাটাররাও মজা পাচ্ছে।  অনেকটা বাইরের দেশের মতো উইকেট।  উইকেটে ভালো পেস, বাউন্স পাচ্ছি। সামনে যেহেতু দক্ষিণ আফ্রিকা সফর সেখানে বাউন্সি উইকেট থাকবে। এখানে যে কদিনই সময় পাই লেন্থটা যদি উন্নতি করতে পারি তাহলে ওখানেও ভালো হবে।’

বাংলাদেশের হয়ে মাত্র ৩ টেস্ট খেলা খালেদ কাজ করছেন লাইন-লেংথ নিয়ে। ‘অনুশীলনে ব্যক্তিগত ভাবে আমি লাইন ও লেন্থ নিয়ে কাজ করছি। কোচের সঙ্গে এসব নিয়ে সারাক্ষণই কথা হচ্ছে কিভাবে আরও উন্নতি করতে পারি। আর এখানে সুযোগ সুবিধা খুবই ভালো।’

খালেদ এখানে কোচ হিসেবে পাচ্ছেন বিদেশি চম্পাকা রামানায়েক আর দেশিদের মধ্যে নাজমুল হাসান ও তালহা জুবায়ের। কোচদের সঙ্গে কাজ করছেন নিজের দুর্বলতা নিয়ে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য তার কাছে এটি দারুণ সুযোগ মনে হচ্ছে। 

খালেদ বলেন, ‘সতীর্থরাও বেশ উপভোগ করছে অনুশীলন। যার যেখানে দূর্বলতা সেসব নিয়ে কোচদের সঙ্গে কথা বলতেছে। এখান পরবর্তীতেও যারা অনুশীলন করতে আসবে তাদের জন্যও আন্তর্জাতিক পর্যায়ের ভালো করতে এটা দারুণ সুযোগ।’

পেসার খালেদের অভিষেক হয়েছে ২১৮ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। আর সবশেষ খেলেছে গত বছরের ডিসেম্বরে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউ জিল্যান্ড সফরের দলে থাকলেও সুযোগ পাননি একাদশে। সবকিছু ঠিক থাকলে টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার বিমানে তিনিও উঠতে পারেন। 

দীর্ঘসময় লড়েছেন ইনজুরির সঙ্গে। তাই তার ক্যারিয়ারে ম্যাচের সংখ্যা হাতে গোণা। এই ক্যাম্প থেকে খালেদ কী আবার নতুনরূপে নিজেকে চেনাতে পারবেন?

Link copied!