বাংলাদেশ কি পারবে?

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:৪১ পিএম

বাংলাদেশ কি পারবে?

 টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে টাইগাররা। ইতোমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

আজ রোববার বিকাল ৪টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কিউইরা। অপরিবর্তীত একাদশ নিয়ে আজও নামছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচের পর উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকের। কিন্তু তৃতীয় ম্যাচেও উইকেটের পেছনে থাকছেন সোহান। আজ ম্যাচের আগে অনুশীলন করতে দেখা যায় ক্রিকেটারদের। কিন্তু সেখানেও মুশফিকের পরিবর্তে কিপিং অনুশীলনে আসেন সোহান। এক পাশ থেকে সোহানকে অনুশীলনে সহয়তা করতে দেখা যায় মুশফিককে।

১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে নিউজিল্যান্ড। বাকি ১০ ওভারে কত রান আসে সেটাই দেখতে হবে। লাথাম ৪ ও নিকলস ১ রানে খেলছেন।  

 বাংলাদেশ একাদশ :

মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

 নিউজিল্যান্ড একাদশ :

টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রচীন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাকননিক, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।

Link copied!