বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৮:২৯ পিএম

বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু

অবশেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। মোট ২৩ জন ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। যেখানে রয়েছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা। বগুড়ায় ক্রিকেটারদের ক্যাম্পটি চলবে ৭ মার্চ পর্যন্ত। এই ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বাংলাদেশ টাইগার্স চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গতকাল জানালেন, এমনকি যখন ক্যাম্প থাকবে না কিংবা ক্রিকেটাররা কোনো টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবে না তখন কোচিং স্টাফরা তাদের প্রতি দৃষ্টি রাখা হবে। প্রিমিয়ার লিগে টাইগার্স দলের সবাই খেলবেন। ঢাকা প্রিমিয়ার লিগে বিভিন্ন দলের জন্য আটজন স্থানীয় কোচ নিয়োগ দিয়েছি। আমরা একটা রোস্টার করে দেব। আমাদের সঙ্গে (বাংলাদেশ টাইগার্স) যারা জড়িত আছেন তারা পেসারদের ডেথ বোলিং, সংক্ষিপ্ত ভার্সনের জন্য পাওয়ার হিটিংসহ সব কিছু মনিটর করবে। খেলোয়াড়দের শারীরিক ও ফিটনেস ট্রেনিংয়ের বিষয়টিও এ সকল কোচ মনিটর করবেন।’ টাইগার্স দলের কোচ হিসেবে মিজানুর রহমান বাবুল নেতৃত্বে রয়েছেন। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ফয়সাল হোসেন ডিকেন্স এবং কুকি প্যাটেল। বোলিং বিভাগে আছেন চম্পকা রামানায়েক, স্পিন বোলিং দেখাশোনা করবেন সোহেল আহমেদ। ব্যাটিং কোচের দায়িত্বে আছেন আফতাব আহমেদ ও আশিক মজুমদার। পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের এবং নাজমুল হাসান।

কিপিং কোচ ও ভিডিও অ্যানালিস্টের দায়িত্বে আছেন নাসির আহমেদ নাসু, ট্রেইনার হিসেবে ইয়াকুব চৌধুরী। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের ওপর এরা সর্বদা নজর রাখবেন। কাজী ইনাম জানান, ‘আমাদের এসসিএল, বিসিএল, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে খেলোয়াড়রা অনুশীলন করে থাকে। কিন্তু তার বাইরেও মৌসুমের বাইরেও তাদের অনুশীলন দরকার হয় এবং এটাই ছিল আমাদের মূল চিন্তা। আমাদের জাতীয় দলে অনেক খেলোযাড় রয়েছেÑ তারা হয়তোবা একটা ফর্ম্যাটে খেলে, অন্যটা খেলে না। এবার ২৬ ফেব্রুয়ারি আমাদের ক্যাম্প শুরু হলো। আফগানিস্তান সিরিজ চলছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটাররা সেখানে খেলছে। তবে ৮ থেকে ১০ খেলোয়াড় রয়েছে যারা আফগানিস্তান সিরিজের দলে নেই।’

বাংলাদেশ টাইগার্স: মুমিনুল, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান,  সৌম্য, ইমরুল, পিনাক ঘোষ, এনামুল বিজয়, মোসাদ্দেক, মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল অপু, নাহিদুল, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ, আবু হায়দার, কামরুল ইসলাম, মেহেদী রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

Link copied!