বাংলাদেশ থেমেছে ১০৪ রানে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০৭:৩০ পিএম

বাংলাদেশ থেমেছে ১০৪ রানে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। টসে জিতে ব্যাট নিয়ে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারালেও রান আসেনি। 

পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১০৪ রান বাংলাদেশের। ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে লিড স্বাগতিকদের। অস্ট্রেলিয়া জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে। 

টস জিতে আগে ব্যাটিং করে মাত্র ১০৫ রানের টার্গেট দিয়েছে। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন মাহমুদউল্লাহ। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 

সর্বোচ্চ ৩৬ বলে ২৮ রান করেন মোহাম্মদ নাঈম। শেষ দিকে মেহদীর ক্যামিওতে ১০০ পার করে বাংলাদেশ। ১৫ বলে ২৩ রান করেন মেহেদী। ০ রানে ফেরেন মাহমুদউল্লাহ-সোহান।

রান পাননি আফিফ-শামীমও। সাকিব করেন ২৬ বলে ১৫। লেগ স্পিনার একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক দল। অজিদের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয়ের পর এবার লক্ষ্য ধবলধোলাই। কিন্তু লক্ষ্য কম হয়ে গেছে লাল সবুজের দলের।  

এই বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।  অন্যদিকে দুই পরিবর্তন হয়েছে সফরকারী দলে। একাদশে ফিরেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সুয়েভসন। বাদ পড়েছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

 

 

Link copied!