বাংলাদেশ দলে করোনার থাবা

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২১, ১১:২৩ পিএম

বাংলাদেশ দলে করোনার থাবা

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পজিটিভ এসেছেন। তার সংস্পর্শে থাকা কয়েকজন ক্রিকেটারের কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে।

হেরাথের করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জানান, ‘হেরাথের সংস্পর্শে থাকা কয়েকজন ক্রিকেটারের কোয়ারেন্টাইন সাত থেকে বাড়িয়ে ১০দিন করা হয়েছে।’

টাইগারদের লঙ্কান স্পিন বোলিং কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোয়ারেন্টাইন সময় দশ দিনের বেশি হতে পারে।

আকরাম খান জানিয়েছেন, কিউইদের মাটিতে টাইগারদের দুই টেস্টের সিরিজ পূর্ব-নির্ধারিত সূচিতেই হবে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে নতুন বছরের প্রথমদিনে।

সফরে গিয়ে বাংলাদেশ দলের সদস্যরা সাতদিনের কোয়ারেন্টাইন করছেন। সেটি শেষে অনুশীলনে নামার কথা। তার আগেই মিলল দুঃসংবাদ।

Link copied!