জুন ১৫, ২০২৩, ১২:৩৩ পিএম
বাংলাদেশ প্রথম দিন শেষে গতকাল ৩৬২ রানে রেখে গিয়েছিল ৫ উইকেটে। আজ একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৩৮২ রানে অল আউট তারা। আবার আফগানিস্তান মিরপুরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপের মুখে রয়েছে। ১৪৬ রানে অলআউট হয়ে গেছে তারা।
এবাদত ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ও শরীফুল , তাইজুল ও মিরাজ ২টি করে উইকেট পান। আফগানিস্তানকে ফলোয়ন করায়নি বাংলাদেশ। নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।
এর আগে দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে মাত্র ২০ রান যোগ করে বাংলাদেশ। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল ০, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।