২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলো মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এ পর্যন্ত এটাই দেশের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে । তবে মাশরাফির বিশ্বাস ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে অতীতের সাফল্যতে ছাড়িয়ে যাবেন তামিম ইকবাল ও তার দল।ম্যাশ বলেন, ‘এটা আমার বিশ্বাস, এই দলের সেমিফাইনালে যাবার সামর্থ্য আছে, যেহেতু বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।’
মাশরাফির মতে, বিশ্বকাপের মতো ইভেন্ট জিততে হলে ভাগ্যেরও প্রয়োজন আছে। তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপের পর, আমি বলেছিলাম- এই দলটির কাছে বিশ্বকাপ জয়ের সব কিছু আছে। তবে সেজন্য খেলোয়াড়দের ফিট হতে হবে। বিশ্বকাপের আগে অনেক ম্যাচ ও সিরিজ রয়েছে। তাদের ভালোভাবে শেষ করতে হবে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়দের ভালো অবস্থায় ও সুস্থ থাকা।’
মাশরাফি আরও বলেন, ‘অগ্রগতির কোন শেষ নেই। যখন একটি দল ভালো খেলতে শুরু করে, তখন তাদের কিছু দুর্বল পয়েন্টও থাকে। একটি বড় টুর্নামেন্টে আপনি যত কম ভুল করবেন, ততই ভালো। এই ওয়ানডে দলটি ২০১৫ সাল থেকে ভালো খেলছে। একটি ছন্দ এসেছে। দল যখন ওয়ানডে খেলতে শুরু করে তখন এই ছন্দটা মস্তিষ্কেও কাজ করে। এটা খুব ভালো সুযোগ।’