চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরে গেল ১৭ রানে (ডিএল মেথড)। ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ১-০ তে লিড নিল। এ ম্যাচে বৃষ্টি থেকে শুরু করে সব বাংলাদেশের বিপক্ষেই গেল। ৪ বার বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হয়। তবে সব কিছুর পর সেই জিতে গেল আফগানিস্তান। আগামী ৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি রয়েছে।
আফগানিস্তানের স্কোর যখন ২১.৪ ওভারে ৮৩/২, তখন বৃষ্টি আর একবার দিয়েছে হানা। ডাকওয়ার্থ-লুইস মেথডের হিসেবে ২১.৪ ওভার পর্যন্ত আফগানিস্তানের টার্গেট ছিল ৬৬। রাত ৯টা ৩৩ মিনিটে ম্যাচ বৃষ্টিতে থেমে যাওয়ার পর ১০টা ৩৫ মিনিট থেকে পুনরায় খেলা শুরুর উদ্যোগ নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। আফগানিস্তানের টার্গেট ২৯ ওভারে ১১১।
তবে নতুন টাার্গেটের মুখে যখন ব্যাট করতে নামতে প্রস্তুত আফগানিস্তান।তখন আবারও বৃষ্টি। সপার দিয়ে মাঠ শুকিয়ে ম্যাচ শুরুর ৫ মিনিট আগে এক পশলা বৃষ্টিতে ম্যাচের অবশিস্ট ওভারগুলো আর গড়ানো সম্ভব হয়নি।
এর আগে ব্যাটার তৌহিদ হৃদয়ের লড়াকু হাফ-সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। হৃদয় সর্বোচ্চ ৫১ রান করেন। দু’দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ম্যাচটির দৈর্ঘ্য ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টি আইনে জয়ের জন্য আফগানিস্তানের টার্গেট ৪৩ ওভারে ১৬৪ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ।
বিস্তারিত আসছে...........