বাংলাদেশের জয়ে ভনের ‘হাততালি’

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০২:২৮ এএম

বাংলাদেশের জয়ে ভনের ‘হাততালি’

মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের জয়ে অবাক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি অবাক অন্য কারণে। সীমিত সম্পদ, অবকাঠামো ও সীমিত প্রতিভার খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ যে টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল, ভনের দুর্দান্ত লাগছে সেটিই।

দুই দিন ধরে গোটা ক্রিকেট–দুনিয়ারই চোখ ছিল নিউজিল্যান্ডের তুলনামূলক নবীন এ টেস্ট ভেন্যুর দিকে। এর মূল কারণ যে টেস্ট ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেট, সেটি বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেওয়া; প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩০ রানের লিড; তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসানের অসাধারণ ধৈর্যশীল ব্যাটিং; ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার আর কাইল জেমিসনদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই। অধিনায়ক মুমিনুল হক আর লিটন দাসের ব্যাটিং, সর্বোপরি চতুর্থ দিন শেষ বিকেলে ইবাদত হোসেনের অসাধারণ এক স্পেল—ক্রিকেট ইতিহাসের বড় এক অঘটনের সম্ভাবনা তৈরি হয়েছিল চতুর্থ দিন শেষেই।

সাবেক ইংলিশ অধিনায়ক ভন মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষেই টুইট করেছিলেন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। বলেছিলেন, সবকিছু ঠিকঠাক হলে বাংলাদেশ এই টেস্ট জিততে পারে। কেবল তা-ই নয়, টেস্ট ক্রিকেটেরই অন্যতম সেরা জয় হতে পারে সেটি। তিনি সেখানেই বলেছিলেন, জিতলে সীমিত সম্পদ ও সীমিত প্রতিভার ক্রিকেটার নিয়ে বাংলাদেশ দারুণ একটা কাণ্ডই করে বসবে।

 

শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। যতটা আশা করা হয়েছিল, তার চেয়েও সহজে জিতেছে বাংলাদেশ। পঞ্চম দিন হাতে ৫ উইকেট আর ১৭ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড। ইবাদতের সামনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ছিলেন এদিনও অসহায়। কিউইদের শেষ ৫ উইকেট উপড়ে ফেলতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশ দলের। জয়ের জন্যও ৪০ রানের বেশি তাড়া করতে হয়নি।

ভন ম্যাচ শেষেও টুইট করেছেন। হাততালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘দুর্দান্ত...বাংলাদেশ।’

Link copied!