চুড়ান্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। কোচের সংগে কথা বলে চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার প্রেস কনফারেন্সে মাহমুদউল্লাহ বলেন, 'বিশ্বকাপ দল মোটামোটি পুরোপুরি ঠিক করা হয়েছে (অল সেট)। কোচ এবং আমার কথা হয়েছে। নির্বাচকরা আশা করি দলটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। এটা হয়তোবা ভালো হতো; যদি সিরিজের আগে দলটা দিয়ে দেওয়া হতো। তাহলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতো। কিন্তু আমার মনে হয় যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আমাদের কাজ ক্রিকেট খেলা এবং মাঠে আমরা নিজেদের কতটুক মেলে ধরতে পারিএই জিনিষগুলো আমাদের ক্রিকেটার হিসেবে চিন্তা করা উচিত।'
নিউজিল্যান্ড সিরিজের বাইরে কেউ থাকছেন কী না এমন প্রশ্নে রিয়াদ বলেন, 'আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে, নির্বাচকরাও উনাদের ভাবনা জানাবেন। শিগগিরই আপনারা জানতে পারবেন কী হচ্ছে। সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন।'
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশকে বাছাইপর্ব খেলে যেতে হবে মূল পর্বে।