বাংলাদেশের সামনে ৪১৩ রানের চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৯:৩১ পিএম

বাংলাদেশের সামনে ৪১৩ রানের চ্যালেঞ্জ

২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৩৮তম ওভার শেষে সেই লিডকে চারশ পার করে ফেলে দলটি। এরপর ৪০তম ওভারে মুল্ডারের আউটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ৪১২। জয়ের জন্য মুমিনুল হকদের প্রয়োজন ৪১৩ রান।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টায় ছিল প্রোটিয়ারা। ওভার প্রতি দলটি তুলেছে ৪.৪১ রান করে। কাইল ভেরিয়েন্নে ৩৯ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৪১ রান করেন আরউই। এ ছাড়া বাভুমা ৩০, এলগার ২৬ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। এ ছাড়া মেহেদি হাসান মিরাজ নেন ২ উইকেট।

Link copied!