বাজপাখিসহ মার্টিনেজকে যেসব উপহার তুলে দিলেন পলক

বিশেষ প্রতিবেদক

জুলাই ৩, ২০২৩, ০২:২৯ পিএম

বাজপাখিসহ মার্টিনেজকে যেসব উপহার তুলে দিলেন পলক

বাংলাদেশের ফুটবল ভক্তরা আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজকে নাম দিয়েছে বাজপাখি। আর এই নাম ইন্সটাগ্রাম এ আগেই জেনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক। তার হাতে সেই ‘বাজপাখি’ উপহার তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও দেওয়া হয়েছে নৌকা ও বঙ্গবন্ধুর বই।

সোমবার ভোরে ঢাকায় পৌঁছে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে চলে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের এই গোলরক্ষক। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশে আসা উপলক্ষে মার্টিনেজের হাতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে কয়েকটি পুরস্কার দেওয়া হয়। আইসিটি প্রতিমন্ত্রী ওই পুরষ্কারগুলো মার্টিনেজের হাতে তুলে দেন।

পরে গণমাধ্যমকর্মীদের আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, “মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‍‍`মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।”

বাজপাখি উপহার দেওয়ার বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের মানুষ যে মার্টিনেজকে বাজপাখি হিসেবে জানে, সে ব্যাপারটা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।”

Link copied!