বার্সেলোনার বিপক্ষে খেলতে ভালবাসি : মুলার

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৪:২৭ পিএম

বার্সেলোনার বিপক্ষে খেলতে ভালবাসি : মুলার

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। তারা নেমে গেছে ইউরোপা লিগে। সেখানে খেলবে তারা। বায়ার্ন মিউনিখের সঙ্গে বার্সেলোনা আবারো জয় পেতে ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়নস লিগে বুধবারের ম্যাচে বায়ার্নের হয়ে একটি গোলও করেছেন মুলার। সেই তিনি বলছেন, আরো ম্যাচ খেলতে চান বার্সেলোনার সাথে। তিনি বলেছেন,‘ আমার আসলে বার্সেলোনার সাথে খেলতে ভাল লাগে। আরো ম্যাচ খেলতে চাই।’

বায়ার্ন মিউনিখের কাছে শেষ ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়ে ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। 

বায়ার্ন মিউনিখের বিপক্ষে আলিয়াঁজ এরিনাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বার্সার । গ্রুপের আগের পাঁচ ম্যাচেই জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখে শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে যাওয়া বায়ার্নের সামনে কোনদিক থেকেই প্রতিরোধ গড়তে পারেনি জাভি হার্নান্দেজের বার্সেলোনা। ৩৪ মিনিটে থমাস মুলারের হেডে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। করোনাভাইরাসের বিধিনিষেধের কারনে কাল মিউনিখের মাঠে ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিরতির ঠিক আগে লেরয় সানের শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুন হয়। ৬২ মিনিটে জামাল মুসিয়ালা দলের হয়ে তৃতীয় গোলটি করলে বার্সেলোনার সব আশা শেষ হয়ে যায়।

Link copied!