বায়োবাবল ভঙ্গ: সাকিবের দুঃখ প্রকাশ, শাস্তি হচ্ছে না কারও

ক্রীড়া ডেস্ক

জুন ১০, ২০২১, ০৮:১৯ এএম

বায়োবাবল ভঙ্গ: সাকিবের দুঃখ প্রকাশ, শাস্তি হচ্ছে না কারও

 

ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। 

এই বিবৃতিতে বিষয়টি নিশ্চিয় করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান কাজী ইনাম। বিবৃতিতে তিনি বলেন, 'গত ৮ জুন আমরা বিসিবি ও সিসিডিএম থেকে একটি হিয়ারিংয়ের আয়োজন করেছি। আপনারা অবগত আছেন সিসিডিএমের অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে, সেখানে মোহামেডানের অনুশীলনে বায়োবাবল ভেঙ্গেছে। আমাদের বিসিবির পরিচালক জালাল ইউনুস, বিসিবি প্রধান নির্বাহী, সিসিডিএমের সদস্য সচিব ও মোহামেডানের টপ ম্যানেজম্যান্ট ও সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। অপ্র্যতাশিত ভাবে যেটা ভঙ্গ হয়েছে এটা নিয়ে তারাও সতর্ক, তারা দুঃখ প্রকাশ করেছে।'

শুক্রবার ইনডোরে তার ঐচ্ছিক অনুশীলনে বায়ো ভবনের ফাঁক গলে ঢুকে যান এক ভক্ত। কাছে না ঘেঁষতে পারলেও দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলেন অনুশীলন।

Link copied!