বিপিএল ফাইনাল: সিলেটের বিপক্ষে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৮:৫৪ পিএম

বিপিএল ফাইনাল: সিলেটের বিপক্ষে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ও শিরোপা নির্ধারনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এদিন ক্যাচ ও ফিল্ডিং ম্যাচের মহড়া দেখিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এসুবাদে কুমিল্লার বিপক্ষে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। কুমিল্লার ফিল্ডাররা এদিন ন্যূনতম ৪টি ক্যাচ মিস এবং ফিল্ডিং মিসের মাধ্যমে সর্বনিম্ন ১৮ রানের মতো বাড়তি দেন।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে সিলেট। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৪র্থ শিরোপা জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৭৬ রান।

এর আগে, শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেটকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

নবম বিপিএল’র শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। চলতি টুর্নামেন্টে দুই দলের এখন পর্যন্ত তিন সাক্ষাতে ২-১ এ এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।

Link copied!