বিপিএলে চতুর্থ বারের মতো শিরোপা ঘরে তুললো কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৪:২২ এএম

বিপিএলে  চতুর্থ বারের মতো শিরোপা ঘরে তুললো কুমিল্লা

মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলে চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫১ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস কুমিল্লাকে আবারও চ্যাম্পিয়নের স্বাদ পাইয়ে দেন।

এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

এর আগে, বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা। এদিন ক্যাচ ও ফিল্ডিং ম্যাচের মহড়া দেখিয়েছে ইমরুল কায়েসের এই দলটি। এসুবাদে কুমিল্লার বিপক্ষে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। কুমিল্লার ফিল্ডাররা এদিন ন্যূনতম ৪টি ক্যাচ মিস এবং ফিল্ডিং মিসের মাধ্যমে সর্বনিম্ন ১৮ রানের মতো বাড়তি দেন।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দলটি। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৪র্থ শিরোপা জিততে কুমিল্লাকে টার্গেট দেয়  ১৭৬ রানের।

টার্গেট তাড়া করতে নেমে ৩ ওভার ১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটি ৪ বল  বাকি থাকতেই শিরোপা চলে আসে কুমিল্লার ঘরে।  

Link copied!