বিশ্বকাপে জিতে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা?

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:১১ পিএম

বিশ্বকাপে জিতে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা?

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয় পেল আর্জেন্টিনা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো।

ফুটবল বিশ্বকাপেকে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বলা হয়। তাই এটিকে বলা হয় 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। তবে বিজয়ী দল শিরোপার পাশাপাশি কোটি কোটি অর্থও পেয়ে থাকে ফিফার কাছ থেকে।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।

টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

শুধু তাই নয়, গ্রুপ পর্ব থেকেও যে দলগুলো বাদ নিয়েছে তারাও পেয়েছে কোটি টাকা করে। বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দল অর্থাৎ ৩২টি দলই পাবে ৯৪ কোটি টাকা। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা ব্যয় করছে। যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে। এর মধ্যে রয়েছে ম্যাচ ফি, গোল ফি, অংশগ্রহণ ফি, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্ব ওঠার ফি। 

Link copied!