দেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএলে খেলা নিয়ে নানা হৈচৈ হইছিল। আপাতত সেইসবের রেশ কেটে গেছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় তারা আইপিএল খেলুক।
ইংল্যান্ড সিরিজ স্থগিত হওয়ায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ তৈরি হয়েছে। তারা অনাপত্তিপত্রের আবেদনও করেছেন। ১ সেপ্টেম্বর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার কারণে আইপিএলের চর্তুদশ আসর স্থগিত হয় গত মে মাসে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। তিন সপ্তাহের মধ্যেই বাকি ৩১ ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল।
আকরাম খান রোববার মিরপুরে বলেন,‘মোস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নিব।’