বিসিবির কাজে খুশি অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

জুলাই ৩১, ২০২১, ০৮:৩২ এএম

বিসিবির কাজে খুশি অস্ট্রেলিয়া

অবশেষে হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ তাদের সব শর্ত মেনে নিয়েছে। এতে খুশি দলটি। জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দ্য রিপোর্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।  

 

প্রস্তুতি কেমন সিরিজ নিয়ে? 

নিজাম: আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। ১ তারিখ থেকে অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে। তাদের কিছু চাহিদা বা সার্বিক বিষয় মাথায় রেখে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সাথে সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে।

 

 একটা দলকে এত সুবিধা কেন?

নিজাম: এখন যে পরিস্থিতি, স্ট্যান্ডার্ড বায়োবাবল প্রটোকল আছে। এই প্রটোকলের বাইরে অস্ট্রেলিয়া দল বাড়তি কিছু চাহিদার কথা জানিয়েছে, আমরা সেগুলো পূরণের চেষ্টা করেছি। এর বাইরে কিন্তু তেমন কিছু না। বিষয়টাকে বেশি ইয়ে করে (অতিরঞ্জিত করে) দেখার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে এটাই নিউ নরমাল এবং আমাদেরকে এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে। 

 

অস্ট্রেলিয়া খুশি কী না?

নিজাম: আমার মনে হয় তারা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে তা তাদের প্রত্যাশাও বেশি। তাদের যে ইনফরমেশন পাচ্ছি তাতে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত সবকিছু নিয়ে খুশি। বিশেষ করে ওদের প্রথম যে শর্ত ছিল- এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের পরিবেশ সবকিছু নিয়ে খুশি আছে আমি মনে করি। 

 

খেলোয়াড়দের সাথে পরিবারের সদস্য রাখা হবে কী না

নিজাম: বায়োবাবলের মধ্যে খেলোয়াড়রা বিরতি পাবে। বায়োবাবল সুনিশ্চিত করা বড় একটা চ্যালেঞ্জ। মানুষ যত বাড়বে (তত কঠিন), তাদের টেস্টিং প্রটোকল আছে। নির্দিষ্ট দিনে সবার করোনা পরীক্ষা করাতে হয়। তাদের নেগেটিভ হওয়া সাপেক্ষে ইভেন্ট আয়োজিত হয়। ওয়েস্ট ইন্ডিজে দেখুন একজন সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ পিছিয়ে যায়। এ ধরনের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাই মানুষের সংখ্যা যত কম রাখা যায় তত ভালো।  

 

এত কম সময়ে এত ম্যাচ?

নিজাম: আমাদের হাতে আর কোনো সুযোগ ছিল না। অস্ট্রেলিয়া যত কম সময়ের মধ্যে সম্ভব খেলা শেষ করে যেতে চাচ্ছে। আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ আর মাঠের প্রস্তুতি ভালো। মাঠের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে। আশা করি খেলাগুলো আমাদের মত করে শেষ করতে পারব।

Link copied!