বিসিবির সীমাবদ্ধতা দেখলে এমন মন্তব্য করতেন না সাকিব: সুজন

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ০৬:১৪ পিএম

বিসিবির সীমাবদ্ধতা দেখলে এমন মন্তব্য করতেন না সাকিব: সুজন

এক দিনের জন্য গালফ অয়েল বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেন। এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, দুই মাস সময় পেলে বিপিএলকে বদলে দেবেন।

সাকিবের এই সমালোচনা প্রসঙ্গে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিপিএলের স্পন্সর ঘোষণার দিন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, “বিসিবির সীমাবদ্ধতা জানলে সাকিব এমন মন্তব্য করতেন না।”

সাকিবের মন্তব্যের ব্যাপারে তিনি আরও বলেন, “সাকিব কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল তা আমি নিশ্চিত নই। আমাদের সীমাবদ্ধতার কথা জানলে তিনি এসব কথা বলতেন কি-না আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।”

সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্ন করা হলে সুজন বলেন, “সীমাবদ্ধতা তো সবার সমানে আপনাকে বিস্তারিত বলতে পারব না।”

২০১২ সাল থেকে যাত্রা শুরু করা বিপিএলের প্রতি আসর নিয়ে ছিল নানান বিতর্ক। দীর্ঘ সময় ধরে বিপিএল মাঠে গড়ালেও তেমন কোনো প্রাপ্তি নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের।

এ প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, “নিয়মিত আয়োজন করতে পারছি, এটাতো একটা প্রাপ্তি। যেসব খেলোয়াড়দের আন্তর্জাতিকে খেলার এখনো সুযোগ হয়নি, তারা আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন।”

Link copied!