রিয়াল মাদ্রিদে তার আবেগঘন বিদায়

বেনজেমা অধ্যায়ের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক

জুন ৭, ২০২৩, ০৩:৪৮ এএম

বেনজেমা অধ্যায়ের সমাপ্তি

করিম বেনজেমার ফেয়ারওয়েল দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাব প্রেসিডেন্ট ফিওরেন্টিনো পেরেজ উপস্থিত ছিলেন। বেনজেমা এসময় কথা বলেছেন। আরো অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হলো। সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে বেনজেমা যাচ্ছেন । তার আগে রিয়ালের সাথে তার সবশেষ হলো।

বেনজেমা কথা বলতে এসে বেশ আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলেন,‘ আমি রিয়াল মাদ্রিদকে কখনই ভুলব না কারণ এটা অসম্ভব। এটি বিশ্বের এবং ইতিহাসের সেরা ক্লাব। জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে যথেষ্ট ভাগ্যবান ছিলাম। রিয়ালের প্রেসিডেন্টকে ধন্যবাদ, যিনি আমাকে চেয়েছিলেন। তার কারণেই আমি ইতিহাসের সেরা ক্লাবে যোগ দিতে পেরেছি। আজ একটি দুঃখের দিন। কারণ আমি এই ক্লাবটি ছেড়ে চলে যাচ্ছি, এবং এটি কষ্টের কারণ আমি মাদ্রিদে আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। কিন্তু জীবন কখনো কখনো অন্যান্য সুযোগ উপস্থাপন করে।

Link copied!