বেনজেমা না সালাহ, কে জিতবেন চ্যাম্পিয়নস লিগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২২, ১১:৫৩ পিএম

বেনজেমা না সালাহ, কে জিতবেন চ্যাম্পিয়নস লিগ

প্যারিসে না রোমান্স বা রোমাঞ্চ; কোনো কিছুরই অভাব নেই হাজার বছরের প্রাচীন শহরে ফুটবলের মহারণ  ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল।  প্রতিশোধ কি নিতে চাইবে না অ্যানফিল্ডের কাবটি!

যারা এই তো ২০১৮ সালের ফাইনালে হেরে বসেছিল  ‘হোয়াইট’ শার্টধারীদের কাছে! শেষ হাসি কার, সেটা জানতে অপেক্ষা ২৮ মে‘র রাত পর্যন্ত! চ্যাম্পিয়ন তো একটি কাব হবেই, তবে লিভারপুলের সালাহ ও  রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার রয়েছে ব্যক্তিগত অর্জনের সুযোগ চ্যাম্পিয়নস লিগ জিতলে বেনজেমা এবার ব্যালন ডি‘অর ও ফিফা বেস্টের পুরস্কারটি জিতে যেতে পারেন।

লিভারপুলের মিশরীয় ফুটবলার সালাহর ও সে সুযোগ রয়েছে।  অবশ্য উয়েফার বর্ষসেরা বেনজেমা হতেই পারেন। কারণ তার চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে গোল সর্বোচ্চ ১৫টি। অন্যদিকে সালাহর ৮টি।

এ সংক্রান্ত ভিডিও দেখুন এখানে:

https://www.facebook.com/thereportdotlive/videos/700647531048925

চ্যাম্পিয়নস লিগ জিতলে সেটা অন্য ব্যাপার। কারণ সাংবাদিক, কোচ, কাব ও দেশের ফুটবল প্রেসিডেন্টের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা।

বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে এবার লা লিগা জিতেছেন। অন্যদিকে সালাহ এ মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ  পেয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগটি পাওয়া হয়নি।  লা লিগাতেও বেনজেমা পুরো মৌসুমে ২৭ গোল করে তালিকার শীর্ষে। মোহামেদ সালাহ যৌথভাবে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন প্রিমিয়ার লিগে।

২০১৮ সালে রিয়ালের সঙ্গে পারেনি লিভারপুল। চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সালাহ। অবশ্য ২০১৯ সালে টটেনহ্যামকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতে ইয়ুর্গেন কপের লিভারপুর।  সালাহ কি পারবেন রিয়াল মাদ্রিদের কাছে সেই হারের বদলা নিতে? অন্যদিকে ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগ জেতেনি রিয়াল। তারা কি প্রমাণ করতে পারবে , এই রিয়াল অন্য পৃথিবীর।

Link copied!